কাদায় পিছলে খাদে হাঁসভর্তি ট্রাক, ৭ শতাধিক হাঁসের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-09-01 14:31:50

নাটোরের সিংড়া উপজেলার সিংড়া-তাড়াশ আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় কর্দমাক্ত রাস্তায় পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে হাঁসভর্তি একটি পিকআপ খাদে পড়ে ৭ শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। এতে উজ্জল হোসেন নামে ওই খামারির ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহষ্পতিবার (২৮ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খামারি উজ্জল হোসেন সম্প্রতি একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন হাঁসের খামার করার জন্য। ঋণের টাকায় সিংড়া সীমান্তবর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রাণীরহাট থেকে ১ হাজার ৬০০ হাঁস কিনে পিকআপ ভর্তি করে সিংড়া ফিরছিলেন। পথিমধ্যে দূর্গাপুরের নিকটে পিকআপটি পৌঁছালে কর্দমাক্ত রাস্তায় পিছলে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ শতাধিক হাঁসের মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত খামারি উজ্জল হোসেন বলেন, প্রতিটি হাঁস ৪০০ থেকে ৪৫০ টাকা দরে কিনেছিলাম। দুর্ঘটনায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে হাঁসগুলো কিনেছিলাম। এখন নিঃস্ব হয়ে গেলাম।

এ সম্পর্কিত আরও খবর