৩শ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছে জাপা

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-19 02:50:20

রংপুর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,‘বিএনপির অবস্থা ভালো নেই। তারা একটি ছিন্নভিন্ন দল। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আর বিএনপি অংশ না নিলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।’

শনিবার (১৮ আগস্ট) ৫ দিনের সফরে রংপুর এসে সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি।

জাপা চেয়ারম্যান বলেন,‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আগামী সংসদ নির্বাচনে আমার দল অংশ নেবে। জাতীয় পার্টি ৩শ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছে। কে কী আশা করল তা নিয়ে আমাদের কিছু যায় আসে না। রংপুরের ২৩টি আসনই আমরা চাই। এ জন্য এখন থেকেই মাঠে নেমেছি।' এ সময় নিরাপদ সড়ক আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

সার্কিট হাউজে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মেজর (অব.) খালেদ আখতার, রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, রংপুর জেলা সাধারণ সম্পাদক এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর