নীলফামারীতে র‌্যাবের ১০ সদস্যের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-09-01 05:05:36

নীলফামারীতে র‌্যাব-১৩ এর সিপিসি-২ ক্যাম্পের ১০ সদস্যের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৬টায় নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এর সত্যতা নিশ্চিত করে।

তিনি জানান, ঢাকার ডিজিএইচএস (কোভিট-১৯) পরীক্ষাগার থেকে প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী, জেলায় ১০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব ক্যাম্পের সদস্য। এর আগে এই ক্যাম্পের ৯ সদস্য করোনা আক্রান্ত হয়ে জেলা সদর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন ও ২ জন মারা গেছে।

এ সম্পর্কিত আরও খবর