রাজশাহীতে পপুলারের ব্যবস্থাপকসহ ৩ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-31 03:42:31

রাজশাহীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক ফরিদ মোহাম্মদ শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে ১৭১টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এদের মধ্যে একজন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক ফরিদ মো. শামীম। অন্য তিনজনের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর একজনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পপুলারের ব্যবস্থাপক অনেক চিকিৎসক-নার্সের সংস্পর্শে এসেছেন। এটা বড় চিন্তার বিষয়। প্রশাসন দ্রুত পপুলার ডায়াগনস্টিক সেন্টার লকডাউন করবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও নমুনা পরীক্ষা চলছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। জেলায় এ পর্যন্ত ৪৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে রাজশাহী মহানগরীতে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ালো।

এ সম্পর্কিত আরও খবর