বঙ্গবন্ধু সেতু দিয়ে মোটরসাইকেল-প্রাইভেটকার পারাপারে রেকর্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-23 04:16:55

গণপরিবহন বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে রেকর্ড সংখ্যক মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার পারাপার হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ মে) থেকে শুক্রবার (২৯ মে) দুপুর ২টা পর্যন্ত ২৫ হাজার গাড়ি সেতু দিয়ে পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেতুর উপর দিয়ে গত ৩২ ঘণ্টায় মোটরসাইকেল প্রায় সাড়ে ৬ হাজার, মাইক্রোবাস-প্রাইভেটকার সাড়ে ১১ হাজার এবং বাকি ৭ হাজার মালবাহী ট্রাকসহ ছোট ছোট ট্রাক পারাপার হয়েছে। এতে রেকর্ড সৃষ্টি হয়েছে প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলে।

গণপরিবহন বন্ধ থাকায় এসব যান ব্যবহারে গন্তব্যে যাচ্ছেন মানুষ

করোনাভাইরাসের কারণে সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় মানুষজন কর্মস্থল ঢাকায় যাচ্ছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোতে। এতে দক্ষিণ ও উত্তরবঙ্গের মানুষজন কর্মস্থলে যেতে ওইসব যানগুলো ব্যবহার করছেন। অনেকেই আবার ছোট ছোট ট্রাকে করে ঢাকায় যাচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা মহাসড়কে চলাচল করা সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশাযোগে মানুষজন গন্তব্যে যাচ্ছেন। তবে ঈদের পর ট্রাকের সংখ্যা কম থাকলেও মহাসড়কে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোর সংখ্যা ছিল তুলনামূলক অনেক বেশি।

সিএনজি ও বেটারি চালিত অটোরিকশা করেও অনেকে গন্তব্যে যাচ্ছেন

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, ‘ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মোটরসাইকেল, মাইক্রো ও প্রাইভেটকারের সংখ্যা গতকালের চেয়ে অনেক বেশি চলাচল করছে। তবে শনিবার এ সংখ্যা আরও বাড়বে বলে মনে হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর