স্বাস্থ্যবিধি মেনে আগের ভাড়ায় চলবে লঞ্চ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 01:51:33

স্বাস্থ্যবিধি মেনে ভাড়া না বাড়িয়ে আগের নির্ধারিত ভাড়ায় লঞ্চ পরিচালনার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৯ মে) বিকেলে মতিঝিলে অবস্থিত বিআইডব্লিউটিএ’র অফিসে লঞ্চ মালিক ও শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক বলেন, ‘আজকের আলোচনার বিষয় ছিল কীভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ প্রতিরোধ করে যাত্রী পরিবহন করা যায়। বৈঠকে মালিকদের একটা আবেদন ছিল, ভাড়া বাড়ানোর প্রয়োজন হতে পারে। যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখলে যাত্রীর পরিমাণ কমে যাবে। তবে বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। টেকনিক্যাল বিষয় রয়েছে, জনসাধারণের ওপর কোনো চাপ আসে কিনা, সেই বিষয়টিও দেখতে হবে। এ জন্যই আমরা আরেকটু দেখে শুনে বিষয়টি নিয়ে আলাদা করে বসব। তবে আজ ভাড়া বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ মে থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে আগের রেটেই ভাড়া আদায় হবে। আগামী ১০ দিন পরিবহন ব্যবস্থা পর্যবেক্ষণ করে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর