বরিশালে একদিনে ৩৯ জন করোনায় আক্রান্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-29 20:58:52

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে। যা বরিশাল বিভাগে একদিনের আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

নতুন শনাক্তের মধ্যে বরিশালে ২২ জন, বরগুনায় ১০ জন, পটুয়াখালীতে ৬ জন ও ঝালকাঠির একজন রয়েছেন।

এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৪৯৮ জনের শরীরে করোনার সংক্রামক শনাক্ত হলো। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

শুক্রবার (২৯ মে) রাতে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, নতুন ৩৯ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সবচেয়ে বেশি ২৩০ জন, পিরোজপুরে ৬৩ জন, বরগুনায় ৬৪ জন, পটুয়াখালীতে ৫৪ জন, ভোলায় ৪২ জন ও ঝালকাঠিতে ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর মোট আক্রান্তের মধ্যে করোনা পজেটিভ রোগী সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন ১৩৩ জন ।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের ১০ উপজেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলার লালমোহন উপজেলা, ঝালকাঠি জেলার কাঠালিয়া ও নলছিটি উপজেলা, পিরোজপুরের নাজিরপুর উপজেলা, পটুয়াখালীর সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা, বরগুনা জেলার আমতলী ও বেতাগী উপজেলা এবং বরিশালের মুলাদী উপজেলা রয়েছে।

এ সব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।

এ সম্পর্কিত আরও খবর