পেয়ারা চাষে স্বাবলম্বী আনোয়ার

, জাতীয়

এসএম জামাল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-09-01 09:31:36

অন্যের বাগান দেখে নিজে ফলদ বাগান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন কুষ্টিয়ার ভেড়ামারারধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামের যুবক আনোয়ার পারভেজ শান্ত। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় বছর চারেক আগে নিজের ৩ বিঘা জমিতে পেয়ারার বাগান করে তোলেন। বিষমুক্ত পেয়ারা চাষ করে এখন তিনি স্বাবলম্বী।

শনিবার (৩০ মে) সরেজমিনে আনোয়ারের পেয়ারা বাগান ঘুরে দেখা যায়, প্রতিটি গাছে থোকা থোকা পেয়ারা ধরে আছে। বেশ কয়েকজন শ্রমিক পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে পলিব্যাগ দিয়ে ব্যাগিং করায় ব্যস্ত। শ্রমিকদের সঙ্গে পেয়ারা বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিক আনোয়ার পারভেজ শান্ত। থাই পেয়ারা-৭ আবাদ করে ভালো ফলন পাওয়া যায় বলেই এটি চাষ করেছেন তিনি।

পেয়ারা বাগানে সাথী ফসল হিসেবে শসা, তরমুজ, মিষ্টিকুমড়া, লালশাক ও ডাঁটাশাকেরও দেখা মিলল।

আনোয়ার পারভেজ শান্ত বার্তা২৪.কম-কে বলেন, ‘আমার ইটভাটার ব্যবসা ছিল। কিন্তু অন্যের বাগান দেখে ফলদ বাগান গড়ে তোলার বাসনা ছিল দীর্ঘ দিনের। তাই মৎস্য ও লিচু আবাদের পাশাপাশি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় নিজের ৩ বিঘা জমিতে কয়েক বছর আগে থাই পেয়ারার চারা এনে রোপণ করি। আট মাসের মাথায় ফলন পাওয়া শুরু হয়। বছরে দু’বার পেয়ারা গাছ থেকে ফল পাওয়া যায়।’

পেয়ারা ব্যাগিং করা হয়েছে

তিনি আরও বলেন, ‘প্রতিদিন এখানে ৪-৫ জন করে শ্রমিক বাগান পরিচর্যার কাজ করেন। কাজের চাপ বেশি হলে শ্রমিকের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে বাগানে ব্যাগিংয়ের কাজ চলছে। আর কিছুদিন পরেই পেয়ারা উত্তোলন শুরু হবে। পেয়ারা বিক্রিতে কোনো জামেলা নেই। বাগান থেকেই ব্যাপারীরা পেয়ারা কিনে নিয়ে যান। পেয়ারা বাগানে সাথী ফসল হিসেবে বিভিন্ন শাকসবজি আবাদ করেও আর্থিকভাবে লাভবান হয়েছি।’

ভেড়ামারা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মুন্নাফ বলেন, ‘আনোয়ার পারভেজ শান্ত একজন সফল চাষি। তার পেয়ারা বাগানে পোকামাকড় দমনে কোনো কীটনাশকের ব্যবহার করা হয় না। আমরা ভিটামিন জাতীয় কিছু ওষুধ প্রয়োগ করতে পরামর্শ দিয়ে থাকি এবং বিষমুক্ত উপায়ে পেয়ারা উৎপাদন করতে ব্যাগিং প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিষমুক্ত এ পেয়ারার যথেষ্ট চাহিদা রয়েছে জেলায়। তাকে দেখে আরও অন্যান্য কৃষক পেয়ারা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।’

এ সম্পর্কিত আরও খবর