দৌলতদিয়ায় বাড়ছে ব্যক্তিগত গাড়ি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-26 16:17:32

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে নদী পারের জন্য বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা।

ঈদের ছুটির পর রোববার খুলছে সরকারি-বেসরকারি অফিস আদালত। কর্মস্থলে ফিরতে সবাই এখন ব্যস্ত। নদী পারের জন্য তাই দৌলতদিয়া ঘাটে এখন অপেক্ষা করছে প্রায় শতাধিক ব্যক্তিগত গাড়ি।

শনিবার (৩০ মে) বেলা ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, সাধারণ যাত্রী ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি নদী পারের জন্য প্রায় শতাধিক ব্যক্তিগত গাড়ি অপেক্ষা করছে ঢাকা-খুলনা মহাসড়কে।

অনেকেই ফেরির টিকিট হাতে পেয়ে ফেরির জন্য অপেক্ষা করছে পল্টুনে। দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাট থেকে ট্রাফিক পুলিশ কন্টোলরুম পর্যন্ত রয়েছে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বার্তা২৪.কমকে বলেন, সারা দিনই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে দুপুরের পর থেকে ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা বেড়েছে। বর্তমান এই নৌরুটে ৮টি ফেরি চলছে।

এ সম্পর্কিত আরও খবর