রংপুরে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন আরও ১১ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-17 15:13:45

রংপুরে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছেন আরও ১১ জন। এদের মধ্যে পুলিশ, আনসারসহ বিটিভির এক কর্মকর্তা রয়েছেন।

শনিবার (৩০ মে) দুপুরে রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ১০ জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন।

করোনামুক্তদের হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা ফুল ও চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে বিদায় জানান।

এছাড়াও জেলার পীরগঞ্জের খালাসপীর ১০ শয্যা মা ও শিশু হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে করোনামুক্ত হয়ে নিজ বাড়িতে ফেরেন একজন।

এদিকে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় বর্তমানে (২৯ মে পর্যন্ত) করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০৯ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়ি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪৯ জন। মারা গেছেন ৮ জন।

এ সম্পর্কিত আরও খবর