পাংশাতে মুজিব বর্ষ উপলক্ষে মশক নিধন অভিযান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-31 06:00:50

মুজিব বর্ষ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় করোনার প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষা পেতে আশিক মাহমুদ মিতুলের ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মিতুল রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুর হাকিমের পুত্র।

শনিবার (৩০ মে) বিকেলে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হওয়া এ অভিযানের উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বুড়ো।

উদ্বোধনের প্রথম দিনে পাংশা পৌরর বিভিন্ন এলাকায় দুইটি ফগার মেশিন ও ৬টি জীবাণুনাশক স্প্রে মেশিন দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

এতে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দীন পাতা, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু প্রমুখ।

এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল বলেন, করোনাভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা রোধ কল্পে প্রধানমন্ত্রী সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমার পিতা মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। আমরা সেটি বাস্তবায়ন করছি।

পর্যায়ক্রমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী তিনটি উপজেলাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর