খুলনা মহানগরীর ১নং স্টেশন রোডে র্যাবের ক্যাপ্টেন ও সোর্স পরিচয়ে চাঁদা আদায়কালে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার (১৮ আগস্ট) রাতে তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও চাঁদার ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খুলনা সদর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, নগরীর সোনাডাঙ্গা থানাধীন নিউ মার্কেট এলাকার মৃত চান্দু শেখের ছেলে মো. নাসিম শেখ (২৪), রূপসার নন্দনপুর গ্রামের মো. খালেক সরদারের ছেলে বয়রা মেইন রোডের বাসিন্দা মনিরুল সরদার (৪০) ও নগরীর ১৭/১৯নং মিস্ত্রিপাড়া খালপাড়া রোডের মৃত আব্দুল লতিফ মৃধার ছেলে মো. সামসুর রহমান (৪৮)।
র্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, নাসিম শেখ নিজেকে ক্যাপ্টেন রহিম এবং মনিরুল ও সামসু র্যাব-৬ এর সোর্স পরিচয় দিয়ে নগরীর ১নং স্টেশন রোডে কতিপয় ব্যক্তির কাছে অবৈধ সহযোগিতার নামে চাঁদা দাবি করে। গত ১৬ আগস্ট বিষয়টি অবহিত করেন ১নং স্টেশন রোডের ব্যবসায়ী মৃত বাবুল খানের ছেলে নাদিম খান বাবু (৩২)।
তার অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে দাবিকৃত চাঁদার ১০ হাজার টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।