রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-26 16:21:10

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাশ করেছে ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন।

গত বছর পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪। সেই হিসেবে পাশের হার কমেছে ১ দশমিক ২৭ শতাংশ। তবে গত বছরের চেয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বেড়েছে। এছাড়া পাশের হার এবং জিপিএ-৫ উভয় দিক থেকে ফলাফলে এগিয়ে ছাত্রীরা।

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর রাজশাহী বোর্ডের অধীনে ২৬৫২টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১ হাজার ২২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৮০ হাজার ২০২ জন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ছাত্রদের পাশের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। আর ছাত্রীদের পাশের হার ৯১ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৪৬ জন ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬২১ জন।

চলতি বছর বোর্ডের অধীনে শতভাগ পাশ করেছে ৩০৮টি স্কুলের পরীক্ষার্থীরা। তবে কোনো স্কুলে শূন্য৭ শতাংশ পাশ নেই।

এ সম্পর্কিত আরও খবর