কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-31 03:29:59

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গেল বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। তবে গতবারের তুলনায় এবার বেড়েছে জিপিএ-৫।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ। এদিকে, গত বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা ছিলো ৮ হাজার ৭৬৪ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৫ জনে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস সালাম ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র জানায়, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলা থেকে এক লাখ ৫৯ হাজার ৭০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৪৩ হাজার ২৬৪ জন। যার পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন এবং বাণিজ্য বিভাগ থেকে পাস করেছে ৪৯ হাজার ৯৯২ জন।

এ সম্পর্কিত আরও খবর