ময়মনসিংহে এসএসসিতে পাসের হার ৮০.১৩ শতাংশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 10:05:28

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।

রোববার (৩১ মে) ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১টি সেন্টারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ১২৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৩৮ হাজার ৭০৫ জন, যার পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৫১ হাজার ৫৬৫ জন, যার পাসের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ। এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৯ হাজার ৮৫৫ জন, যার পাসের হার ৮০ দশমিক ০১ শতাংশ।

পাসের হারে এগিয়ে ছেলেরা, জিপিএ-৫ এ মেয়েরা


বোর্ডে প্রথমবারের এ ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে ছেলেরা এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। পরীক্ষায় অংশ নেওয়া ৬৩ হাজার ৬০৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৫০ হাজার ৯৯৪ জন, পাসের হার ৮০ দশমিক ১৭। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৪৬ জন। অপরদিকে ৬১ হাজার ৩৫৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ১৩১ জন, পাসের হার ৮০ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৮৮ জন।

পাসের হারে এগিয়ে শেরপুর


ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে শেরপুর জেলা। এ জেলা থেকে ১৫ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ১৯৩ জন। পাসের হার ৮৩ দশমিক ১ শতাংশ। এছাড়াও ময়মনসিংহ জেলা থেকে ৫৫ হাজার ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৪০৫ জন। পাসের হার ৮০ দশমিক ০৫ শতাংশ। নেত্রকোনা জেলা থেকে অংশ নেওয়া ২২ হাজার ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৮৭১ জন, পাসের হার ৭৯ দশমিক ৭৪ শতাংশ। জামালপুর জেলা থেকে ৩১ হাজার ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ হাজার ৬৫৬ জন, পাসের হার ৭৮ দশমিক ৯৯ শতাংশ।

এদিকে চার জেলায় ২১টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করলেও ২টি প্রতিষ্ঠানের একজনও পাস করেনি। বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ২৪ হাজার ৮৩৪ জন।

এ সম্পর্কিত আরও খবর