বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মোনেম ইন্তেকাল করেছেন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 03:25:38

আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, দেশের স্বনামধন্য বিশিষ্ট শিল্পপতি আবদুল মোনেম মারা গেছেন (ইন্না লিল্লাহি........রাজিউন)।

রোববার (৩১ মে) সকাল ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুল মোনেম লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ইগলু আইসক্রিম, ফুড অ্যান্ড ডেইরির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ১৭ মে আবদুল মোনেমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে থেকে তিনি কিডনির রোগে ভুগছিলেন। রোববার সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে আবদুল মোনেমের বয়স হয়েছিল ৮৮ বছর। তার দুই ছেলে এ এস এম মাইনুদ্দিন মোনেম ও এ এস এম মহিউদ্দিন মোনেম আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক। তিনি নিজের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

আবদুল মোনেম লিমিটেডের নির্মাণ, খাদ্য, পানীয়, ওষুধ, অর্থনৈতিক অঞ্চলসহ নানা খাতে ব্যবসা রয়েছে। ১৯৫৬ সালে আবদুল মোনেম নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। তার প্রতিষ্ঠানগুলোতে ১০ হাজারের বেশি কর্মকর্তা কাজ করছেন।

এ সম্পর্কিত আরও খবর