৬৬ দিন পর চালু হলো পঞ্চগড় এক্সপ্রেস

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-27 00:00:58

নোবেল করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে চালু হয়েছে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে ছাড়ে যায় ।

ট্রেনের ভেতরে ও সিটে জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিচ্ছন্ন করা হয়। যাত্রীদের হ্যান্ড স্যনিটাইজার দিয়ে হাত ধোয়া নিশ্চিত ও সবাইকে মুখে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠানো হয়।

রেলস্টেশন সূত্রে জানা যায়, করোনার কারণে গত শুক্রবার (৩০ মে) বিকেল থেকে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করা হয়। এতে মানুষের সমাগম ও দুর্ভোগ কমছে বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন জানান, আগে মোট ৬টি ট্রেন পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে চলাচল করলেও করোনার কারণে সবকটি বন্ধ রাখা হয়। তবে রোববার থেকে পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেনটি নিয়মিত চলাচল করবে।

এ সম্পর্কিত আরও খবর