‘স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে সর্বাত্মক চেষ্টা করব’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 16:50:46

ভয় নয়, সচেতনতার মাধ্যমেই করোনা জয় করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী চলাচলে সর্বাত্মক চেষ্টা করব। নির্দেশনা মানতে সচেতনতা বাড়াতে হবে। লঞ্চ মালিক ও শ্রমিকদেরকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।’

রোববার (৩১ মে) ঢাকা সদরঘাটে অভ্যন্তরীণ নৌযান/লঞ্চ চলাচল ও যাত্রী সুরক্ষার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোন ধরনের কার্যক্রম না থাকলে কেউ যেন স্থানান্তর না হয়, কাজ না থাকলে ঢাকামুখী হওয়ার দরকার নেই। আপনাদের-আমাদের সবার করোনা ঝুঁকি রয়েছে। ঢাকা সদরঘাটে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। শুধু সদরঘাট নয়, অন্যান্য বন্দরেও এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘টিকিট কেটে লঞ্চে ওঠার বিষয়টি আলোচনা করব। এ বিষয়টি বাস্তবায়নে আমাদের এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ ও সময়। এটাকে বাস্তবায়ন করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

সদরঘাটে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে

ঢাকা সদরঘাটে ছয়টি জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। পর্যায়ক্রমে ১৪টি জীবাণুনাশক টানেল বসানো হবে। রোববার দুপুর পর্যন্ত স্বাস্থ্য ও নৌবিধি মেনে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন রুটে ১৩টি লঞ্চ ছেড়ে গেছে। দুপুরের পর থেকে রাত পর্যন্ত দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছেড়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর