নারায়ণগঞ্জে চালু হয়েছে লঞ্চ চলাচল, ভাড়া বাড়েনি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-31 23:53:52

প্রায় ২ মাস পর সারাদেশের মতো নারায়ণগঞ্জেও লঞ্চ চলাচল চালু হয়েছে। সামাজিক দূরত্ব মেনে এবং স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে লঞ্চ। ভাড়াও রয়েছে অপরিবর্তিত।

রোববার (৩১ মে) বিকেলে সরেজমিনে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে গিয়ে এ চিত্র দেখা গেছে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপস্থিতি কম রয়েছে। তিনটি রুটে নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে লঞ্চ। চাঁদপুর, মুন্সিগঞ্জ ও মতলব রুটে চলছে এসব লঞ্চ। বিকেলে মাত্র ২৫ জন যাত্রী নিয়ে চাঁদপুরগামী লঞ্চ নারায়ণগঞ্জ ছেড়ে গেছে। মুন্সিগঞ্জগামী লঞ্চের চিত্র প্রায় একই। বিলাস ও ডেক মিলিয়ে যাত্রী মাত্র ১৪ জন।

কম যাত্রীর জন্য লোকসান গুনতে হলেও নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে লঞ্চ। যাত্রীদের লঞ্চে ওঠার আগে মাস্ক পরিধান, হাত ধোয়া এবং জীবাণুনাশক স্প্রে করে নিতে পরামর্শ দিচ্ছেন লঞ্চের স্টাফরা।

তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের বাইরে। টার্মিনালের প্রবেশ ও বহির্গমন পথে নেই কোনো জীবাণুনাশক টানেল। রয়েছে মানুষের প্রচণ্ড ভিড়। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

চাঁদপুরগামী যাত্রী রবিউল আউয়াল বার্তা২৪.কমকে বলেন, ‘অফিস খুলেছে কিনা জানতে ও বেতন নিতে নারায়ণগঞ্জে এসেছিলাম। কিন্তু অফিস তালা দেয়া দেখে আবার ফিরে যাচ্ছি। লঞ্চের ভাড়া বাড়বে শুনেছিলাম, কিন্তু এসে দেখি ভাড়া আগের মতোই আছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার সহসভাপতি বদিউজ্জামান বাদল বার্তা২৪.কমকে বলেন, ‘সরকার করোনাকে কেন্দ্র করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব জানাচ্ছে। কিন্তু আমরা তার বিরোধিতা করছি। যদি ভাড়া বাড়াতেই হয়, তবে গত ৭ বছরের খরচের পার্থক্য বিবেচনা করে ভাড়া বাড়ানোর পরামর্শ দিচ্ছি। করোনাকে পুঁজি করে বাড়তি ভাড়া নিতে আমরা রাজি নই। অল্প যাত্রী পরিবহন করে লোকসান নিয়েই আমরা লঞ্চ চালাব।’

তবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের প্রবেশ পথে জীবাণুনাশক টানেল নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি। তারাই কয়েকদিনের ভেতর জীবাণুনাশক টানেল স্থাপন করবেন।’

 

এ সম্পর্কিত আরও খবর