রাঙামাটিতে মোট করোনায় আক্রান্ত ৬০ জন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-30 06:34:40

রাঙামাটিতে নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন লংগদু ও অপরজন কাউখালী উপজেলার।

টানা ৩ দিন পর রোববার (৩১ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে রিপোর্ট হাতে পেয়েছে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ। রিপোর্ট অনুযায়ী নতুন করে ওই দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙামাটিতে মোট করোনায় আক্রান্ত ৬০ জন।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ১০১৮টি নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পাঠিয়েছে রাঙামাটির সিভিল সার্জন অফিস।

এর মধ্যে ৮৩২টি পরীক্ষার রিপোর্ট রাঙামাটির স্বাস্থ্য বিভাগ হাতে পেয়েছে। বাকি ১৮৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পায়নি রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর