নদীতে লাশ সন্দেহে ৯৯৯ এ ফোন, উদ্ধারের পর জীবিত

, জাতীয়

ডিস্ট্রি্ক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-31 15:39:44

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসছে-৯৯৯ এ এমন কল পেয়ে এক ব্যক্তিকে জীবিতই উদ্ধার করতে পেরেছে পুলিশ। দূর থেকে মৃত মনে হলেও উদ্ধারের পর দেখা যায়, ওই ব্যক্তি আসলে জীবিত।

রোববার (৩১ মে) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবু সায়েম। মানসিক প্রতিবন্ধী সায়েম শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের মৃত কয়েস উদ্দীনের ছেলে।

সায়েমকে (মাঝে) ইউপি সদস্য ও তার পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে, ছবি: বার্তা২৪.কম

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, দুর্লভপুর বেইলি ব্রিজের তিনশ’ গজ দক্ষিণে পাগলা নদীতে মরদেহ ভাসছে- এমন খবর দেওয়া হয় পুলিশের জরুরি সেবার হট লাইন নম্বর ৯৯৯ এ। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সায়েমকে থানায় এনে স্থানীয় ইউপি সদস্য ফুলচান আলী ও তার পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর