মিরসরাই উপজেলায় এসএসসিতে পাশের হার ৯০.২২ ও দাখিলে ৮৭.০৭ শতাংশ। এবারের এসএসসি পরীক্ষায় ৪টি উচ্চ বিদ্যালয় ও দাখিলে ১০টি মাদরাসা শতভাগ পাশ করেছে।
উপজেলার ৪৫টি বিদ্যালয় থেকে ৫ হাজার ১৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী পাশ করেছেন। দাখিলে ২৬টি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন ৯৭৫ জন ও পাশ করেছেন ৮৪৯ জন শিক্ষার্থী। উপজেলায় এসএসসিতে ২৮৯ ও দাখিলে ১১ জন, এবং ভোকেশনালে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৮৭ ও মাদরাসায় সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসা থেকে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসিতে বরাবরের মত এবারো সেরা জেবি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে ১৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এছাড়া শতভাগ পাশ করেছে বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুন্নেছা উচ্চ বিদ্যালয় ও নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়।
দাখিলে শতভাগ পাশ করা মাদরাসাগুলো হলো সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসা, মিঠাছরা ফাজিল মাদরাসা, মৌলভী নজির আহম্মদ দাখিল মাদরাসা, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল মাদরাসা, হিঙ্গুলী কদমতলা দাখিল মাদরাসা, ওচমানপুর দাখিল মাদরাসা, খেয়ারহাট নুরীয়া দাখিল মাদরাসা, তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসা ও সৈয়দপুর সূফী নুর মোহাম্মদীয়া দাখিল মাদরাসা।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে খইয়াছরা উচ্চ বিদ্যালয়ে ভোকেশনালে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৩ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯৪.৬৪%। জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন জানান, এবার এসএসসি পরীক্ষায় উপজেলার ৪৫টি স্কুল থেকে ৫ হাজার ১৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পাশ করেছেন। দাখিলে ২৬টি মাদ্রাসা থেকে ৯৭৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৮৪৯ জন শিক্ষার্থী।