ভারত থেকে পেঁয়াজের আরো একটি চালান এসেছে হিলি বন্দরে

, জাতীয়

হিলি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, দিনাজপুর | 2023-08-20 04:51:16

করোনা মহামারির কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দু’টি বড় চালান রেল পথে হিলি স্থলবন্দরে এসেছে।

লকডাউন শেষে সোমবার (১ জুন) সকালে দ্বিতীয় দফায় ১৭শ’ মেট্রিক টন পেঁয়াজের চালান এসেছে বন্দরে। এর আগে রেল পথে প্রথম চালানটি আসে বৃহস্পতিবার।

সোমবার (১ জুন) সকালে ভারতের নাসিক থেকে ১৭শ’ মেট্রিক টন পেঁয়াজের দ্বিতীয় চালানটি নিয়ে দর্শনা রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে ভারতীয় একটি মালবাহী ট্রেন হিলি রেল স্টেশনে আসে। দুপুর থেকে দ্রুতগতিতে শুরু হয় খালাস কার্যক্রম। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ। আর এতে করে কমে আসছে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয় এবং বাজারে দাম বাড়তে থাকে। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে দর্শনা হয়ে দ্বিতীয় চালানে ৪২টি বগিতে ১৭শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর