গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট | 2023-08-24 14:23:48

জয়পুরহাটের পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি আশ্রয়ণ প্রকল্পের টিনের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার মোহম্মদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরের দিকে মোহম্মদ ইউনিয়নে ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা শাহীনের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের ১০ ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু আগুনে শাহীন, নাজমা বেগম, রতন মিয়া, হাসনা, রওশনারা বেগম, গোলাপি, শাপলা, আসমা, মাবুদ আলী ও রাজু হোসেনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অপু কুমার মণ্ডল বার্তা২৪.কমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

এ সম্পর্কিত আরও খবর