ময়মনসিংহে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-23 01:20:38

ময়মনসিংহে একদিনেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

মঙ্গলবার (২ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৩ জনের নমুনার ফল পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন, মমেক হাসপাতালের দুই ডাক্তারসহ ১৩ জন স্বাস্থ্যকর্মী, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলার পাঁচজন করে এবং ত্রিশালের চারজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬৫ জন।

সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন ও হোম আইসোলেশনে আছেন ৩৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮৮ জন। আর মৃত্যু হয়েছে ছয়জনের। তাদের মাঝে চারজন পুরুষ, একজন নারী ও একজন ১৭ বছরের তরুণ।

এ সম্পর্কিত আরও খবর