লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 23:42:25

লিবিয়াতে অবৈধ মানবপাচার ও ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানবপাচার সংশ্লিষ্ট ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২ জুন) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের পল্টন থানার মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে ৩৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১। মামলায় ৩৮ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০-৩৫ জনকে।

এ সম্পর্কিত আরও খবর