জামালপুরে দুই পুলিশ সদস্যসহ ৯ জনের করোনা শনাক্ত

, জাতীয়

bristy | 2023-08-26 16:43:03

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সুস্থ হওয়া এক স্বাস্থ্যকর্মী ও দুই পুলিশ সদস্যসহ ৯ জনের নমুনা পরীক্ষায় সংক্রামক শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৯ জনের করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সদরে ৭ জন, সরিষাবাড়ী ১ জন এবং মেলান্দহ ১ জন।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সোহান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৩।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ৩৯ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী রয়েছেন। তিনি সুস্থ হওয়ার পর আবারো আক্রান্ত হয়েছেন। এছাড়াও আছেন জামালপুর সদর থানার ৩৮ বছর বয়সী এক পুলিশ সদস্য এবং সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ৩৮ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা।

এ নিয়ে জেলায় ২৪ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক, ৫৮ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ১০জন বেসরকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

মোট আক্রান্ত ২৫৩ জনের মধ্যে ৪ জন মারা গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৯জন।

এ সম্পর্কিত আরও খবর