করোনায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 05:01:55

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের এক রাজস্ব কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সৈয়দ এ মু'মেন।

তিনি বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে জসীম উদ্দিন ছাড়াও এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম বন্দর জেটির তিন কর্মচারী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী। যাদের মধ্যে ২১ জন বন্দরের এবং ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়া এনবিআর সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন অন্তত আরো ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী।

এর আগের দেশের বৃহৎ পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর