খুলনার আরও ১৪ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-20 03:58:42

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল‌্যাবে পিসিআর মেশিনে আরও ১৪ জনের করোনা পজি‌টিভ হয়েছে। এ নিয়ে খুলনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের।

বুধবার (৩ জুন) খুমেকের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা টেস্ট হয়েছে। এতে খুলনার নমুনা ছিল ৫৩টি। বাকিগুলো অন‌্য জেলার নমুনা।

খুলনা মে‌ডিকেল কলেজের উপাধ‌্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘খুমেকের পিসিআর ল্যাবে বুধবার ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে ১৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ‌্যে খুলনার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়, বাকিগুলো অন‌্য জেলার নমুনা।’

‌তি‌নি আরও বলেন, ‘আক্রান্তদের মধ‌্যে খুলনার পজিটিভ রিপোর্ট আছে দুটি, বাগেরহাটে দুটি, ফকিরহাটে দুটি, সাতক্ষীরায় একটি, যশোরে দুটি এবং মাগুরায় পাঁচটি।’

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গিয়েছে ৬১৫ জনের। সুস্থ হয়েছে ২৯২ জন ও বিভাগে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১০ জন।

এদিকে খুলনার সিভিল সার্জন সুজাত আহম্মেদ বলেন, ‘খুলনায় করোনা আক্রান্তদের অধিকাংশই তরুণ তরুণী। অতিউৎসাহীরা কারণ-অকারণে বাইরে বের হওয়ায় তারা করোনায় আক্রান্ত বেশি হচ্ছে। একইসাথে তাদের মাধ্যমে তাদের পরিবারের অন্যরাও ঝুঁকির মধ্যে পড়ছে।

এ সম্পর্কিত আরও খবর