নৌ বিধি ভঙ্গের জন্য জরিমানা করা হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 21:16:14

বর্তমান সরকার জনগণের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। নৌযানের যাত্রী, মালিক এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নৌ বিধি মেনে চলার জন্য মোবাইল কোর্ট যথাযথ তদারকি করছে। নৌ বিধি ভঙ্গের জন্য জরিমানাও করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৪ জুন) মুন্সিগঞ্জের শিমুলিয়ায় (মাওয়া) লঞ্চ, স্পিডবোট ও ফেরিঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মার্চ থেকেই যাত্রীদের সচেতন করতে বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসি ও নৌপরিবহন অধিদফতর কাজ করছে। স্বাস্থ্যবিধি মেনে নৌযান চলাচলে বিআইডব্লিউটিএ, র‌্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘করোনার এমন অবস্থায় বাংলাদেশ বিশ্ব প্রস্তুত ছিল না। সবকিছু নিয়ন্ত্রণ করে করোনা সংক্রমণ ব্যাধি দূর করতে পারব।’

এ সময় বিআইডব্লিউিটএ'র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর