রমেক ল্যাবে আরও ১৩ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 01:00:04

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে নতুন করে তিন জেলার আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর জেলার দশ, গাইবান্ধার দুই ও লালমনিরহাটের একজন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা হয়। এতে তিনজন পুলিশ সদস্যসহ বিভিন্ন বয়সী ১৩ জন নারী-পুরুষের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ২ পুলিশ সদস্য, ধাপ পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য, রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজ ক্যাম্পাসের এক পুরুষ (৩৪), নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার এক পুরুষ (৫০) ও একজন নারী (৪৪), মর্ডাণ মোড় মাতৃছায়া হোটেলের এক নারী (৩৬), রোজ হাসপাতালের এক নারী কর্মচারী (৩২), ইসলামবাগ এলাকার এক পুরুষ (৪২), তারাগঞ্জ উপজেলার একজন পুরুষ (৩৬) রয়েছেন।

এছাড়া গাইবান্ধা সদরের এক পুরুষ (৪৫) ও গোবিন্দগঞ্জের এক পুরুষ (৫৮) এবং লালমনিরহাট কালিগঞ্জের এক যুবকের (২৪) করোনা শনাক্ত হয়েছে।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ১৯১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন।

এ সম্পর্কিত আরও খবর