বরিশাল বিভাগে একদিনে করোনায় আক্রান্ত ৭০

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-23 01:19:19

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তের মধ্যে শুধু বরিশাল জেলায় রয়েছেন ৬৫ জন । বাকি পাঁচজন জনের মধ্য পটুয়াখালীতে ১, বরগুনা ও ভোলা জেলায় দুইজন করে চারজন রয়েছে।

এনিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৪ জন। বাকিরা বাসা ও বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নতুন ৭০ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সর্বোচ্চ ৫৩৩, পিরোজপুরে ৭৮, বরগুনায় ৭৯, পটুয়াখালীতে ৭৩, ভোলায় ৫৫ ও ঝালকাঠিতে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সুস্থের মধ্যে বরিশাল জেলায় ৫৪, পটুয়াখালীতে ২৭, বরগুনায় ৪৬, ঝালকাঠিতে ২০, ভোলায় ১১ ও পিরোজপুরে ১৬ জন রয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালী জেলার সদর উপজেলা, গলাচিপা, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন করে চারজন, বরিশাল নগরের কাজীপাড়ায় ১, বাকেরগঞ্জে ১ ও মুলাদীতে ২জনসহ চারজন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে দু’জন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে দুইজন, পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুরে দুইজন ও ভোলার লালমোহনে একজন এবং সর্বশেষ ভোলায় একজন রয়েছেন।

এসব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।

এ সম্পর্কিত আরও খবর