নয়াদিল্লি বাংলাদেশ মিশনের বিশেষ কফি টেবিল বই

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:22:40

নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৯ তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ কফি টেবিল বই বের করেছে।

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন শুক্রবার (৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।

৯০ পৃষ্ঠার এই প্রকাশনাটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের জন্য নিবেদিত হয়েছে।

এই বইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

যেখানে ভারতীয় প্রধানমন্ত্রী তাকে "গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বদের একজন" হিসাবে বর্ণনা করেছেন। তাঁর জীবন আমাদের সবার জন্য এক "বিস্ময়কর অনুপ্রেরণা" মোদি বলেছেন।

এছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী ছাড়াও বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক জীবনের কিছু বিরল ঐতিহাসিক চিত্র রয়েছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান বইটি প্রকাশের প্রশংসা করেছেন।

তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে একটি প্রবন্ধ লিখেছেন।

হাই কমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন কর্তৃক বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার "বাবা" কবিতার একটি ইংরেজি অনুবাদ রয়েছে এখানে।

স্বাধীনতা দিবসে প্রকাশিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এ সাধারণ জীবন ব্যাহত হওয়ার কারণে দুই মাসেরও বেশি বিলম্ব হল।

এ সম্পর্কিত আরও খবর