যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর লতিফ মোল্লা

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 21:29:35

জনপ্রশাসনের ১২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে তাদের পদোন্নতির দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

নিয়ম অনুযায়ী পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত হবেন। এরপর তাঁদের পদায়ন করা হবে। তবে পর্যাপ্ত পদ না থাকায় বেশির ভাগ কর্মকর্তাকেই আগের পদে থাকতে হবে।

সরকারে যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে স্থান পেয়েছেন রাজবাড়ী জেলার কৃতি সন্তান মো. আব্দুল লতিফ মোল্লা। আব্দুল লতিফ মোল্লা রাজবাড়ী জেলার বেনীনগর গ্রামের আলহাজ আব্দুল গণি মোল্লা ও হালিমা বেগমের একমাত্র সন্তান।

এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব হিসেবে কাজ করেছেন। তিনি বিসিএস ১৮তম ব্যাচের অফিসার।

এ সম্পর্কিত আরও খবর