উপকূলের পানিবন্দি মানুষের পাশে ওরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-22 14:25:28

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার উপকূলীয় অঞ্চল কয়রায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে আছে লক্ষাধিক মানুষ। আম্পানে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে সংস্থাটি।

শুক্রবার (৫ জুন) দিনভর উপকূলীয় অঞ্চলের অসহায় সহস্রাধিক পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের জীবনধারণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ‘মিশন নো হাঙ্গার ইন আম্পান’ নাম দিয়ে ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা কয়রার নদী ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করে।

স্থানীয় বাসিন্দা আলেয়া বেগম বলেন, ‘ঝড়ে ঘরের চাল উইড়া গেসে। সবহানে খালি পানি আর পানি। ঘরে খাবার কিছু নাই। এরা অনেক কিছু দিসে, কয়দিন খাওনের টেনশন হবেনানে। অনেক উপকার হইল।’

সংস্থার সংগঠক জেসমিন পারভীন জলি বলেন, ‘জীবনভর প্রকৃতির সঙ্গে সংগ্রাম করেই টিকে থাকছে উপকূলের মানুষ। এবারও আম্পানের সঙ্গে লড়াই করেছে তারা। একইসঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবাই কর্মহীন জীবনযাপন করছে। তাই আমরা সহস্রাধিক পরিবারের পাশে দাড়িয়ে তাদের এ সংগ্রামে অংশ নিয়েছি।’

ফুডব্যাংকিং খুলনা সংস্থার প্রতিষ্ঠাতা শাহরিয়ার কবির মেঘ বলেন, ‘গৃহহীন অসহায় প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে আমরা খাবার পৌঁছে দিলাম। প্রতিনিয়ত আমরা অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।’

এ সম্পর্কিত আরও খবর