‘বাস থেকে চাঁদা আদায় করা যাবে না’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 06:36:59

টার্মিনাল, সড়ক ও মহাসড়ক বা অন্য কোথাও গাড়ি থেকে কোনো ধরনের চাঁদা আদায় করা যাবে না। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৫ জুন) ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধের স্বাস্থ্যবিধি অনুসরণ করে। শারীরিক দূরত্ব বজায় রেখে বাসে অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ দুই সিটে একজন যাত্রী বসবে।

এছাড়া সরকার নির্ধারিত বর্তমান ভাড়ার ৬০ ভাগের বেশি ভাড়া কেউ আদায় না করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবহন সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর