অবিভক্ত ডিসিসি’র চিফ পিআরও জাহাঙ্গীর হোসেনের ইন্তেকাল

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 09:23:49

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন-ডিসিসি’র অবসরপ্রাপ্ত প্রধান জনসংযোগ কর্মকর্তা (চিফ পিআরও) জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৬ জুন) সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান তিনি। চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ এবং এক নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর মিরপুর দারুস সালামে নিজ বাসভবন এলাকায় নামাজে জানাজার পর দুপুরে গাবতলী কবরস্থানে জাহাঙ্গীর হোসেনকে দাফন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা শেষ করে কিছুদিন সাংবাদিকতা পেশায় ছিলেন জাহাঙ্গীর হোসেন। পরে ৮০ দশকের শুরুর দিকে ঢাকা সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন।

একইসঙ্গে তিনি জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মৃত্যুর বিষয়টি অবহিত করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

তার পৈতৃক বাসভূমি ফরিদপুর জেলা শহরে। দেশের স্বনামধন্য সাংবাদিক বর্তমানে বার্তা২৪.কম’র এডিটর ইন চিফ আলমগীর হোসেন তার ছোটভাই।

এ সম্পর্কিত আরও খবর