নাটোরের লালপুর উপজেলার হাজীর মোড়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় জামির আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামির আলী উপজেলার উধনপাড়া এলাকার বাগাতবাড়ি গ্রামের মৃত ফয়েন মণ্ডলের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি আম বাগান পাহারা দেয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন বৃদ্ধ জামির আলী। পথে ওই এলাকায় পৌঁছালে লালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।