করোনাভাইরাস বিস্তার রোধে কক্সবাজারের টেকনাফ পৌরসভাকে আনা হয়েছে ‘রেড জোনের’ আওতায়। রোববার (৭ জুন) রাত ১২টার পর থেকে টানা ১৪ দিনের জন্য চলবে কঠোর ‘লকডাউন’।
আগামী ২১ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন বাস্তবায়ন করা হবে। এর মাঝে শুধুমাত্র রোব ও বৃহস্পতিবার কাঁচাবাজার ও মুদির দোকান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গত শনিবার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরি সভায় সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউনের মধ্যে সব ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনগণকে বাসায় থাকতে বলা হয়েছে। পৌরসভার মূলকেন্দ্র ও প্রবেশপথ শীলবুনিয়া পাড়া চকবাজার সংলগ্ন ৫ ও ৬ নং ওয়ার্ডের ডেইল পাড়া চৌরাস্তার মোড়, ২ ও ৪ নং ওয়ার্ডের ইসলামাবাদ বটগাছতলা মোড় ও হাসপাতাল সংলগ্ন হেচ্চাখাল ব্রিজ এলাকাকে রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এদিকে রেড জোন টেকনাফ পৌর এলাকায় লকডাউনে বিধিনিষেধ নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন চলাকালে ব্যক্তিগত ও গণপরিবহন বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী হালকা ও ভারী যানবাহন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। অ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিদের (অনডিউটি) পরিবহন, কোভিড-১৯ মোকাবিলা ও জরুরি সেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ির আওতার বাইরে থাকবে। সব ধরনের দোকান, মার্কেট, হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।শুধু মাত্র রোববার ও বৃহস্পতিবার কাঁচাবাজার ও মুদির দোকান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। ওষুধের দোকান এর আওতার বাহিরে থাকবে।