বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক পাচারকারী আহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-22 00:55:49

যশোরের বেনাপোল সীমান্ত পথে মাদক পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে রহমত আলী (২৬) নামে এক যুবক আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) ভোর ৫টার দিকে সীমান্তের দৌলতপুর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রহমত আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছে বিজিবি। ঘটনাস্থল থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও একটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

রহমত বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, ভোরে সীমান্ত পথে সংঘবদ্ধ মাদক পাচারকারীরা ফেনসিডিল নিয়ে আসছিলেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর বালুর মাঠ এলাকায় তাদের ধাওয়া করলে পাচারকারীরা ধারালো অস্ত্র দিয়ে বিজিবির ওপর আক্রমণের চেষ্টা চালান। এসময় আত্মরক্ষার্তে বিজিবি গুলি চালালে রহমত নামে এক পাচারকারী গুলিবিদ্ধ হন। পরে বিজিবি তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

এ সম্পর্কিত আরও খবর