কুমিল্লা মেডিকেলে ফের করোনা পরীক্ষা শুরু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-29 06:17:18

কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ফের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গত ৩ দিন কিট সংকটের কারণে কুমেকে করোনা পরীক্ষা বন্ধ ছিল। সোমবার (৮ জুন) থেকে ফের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেলে ঢাকা থেকে কুমিল্লায় ১ হাজার ৪৪০টি কিট এসে পৌঁছায়। এরপর সোমবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু হয়েছে। এখন থেকে প্রতি শিফটে ৯৪টি করে প্রতিদিন দুই শিফটে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

কুমেক সূত্র জানায়, গত ২৯ এপ্রিল থেকে কুমেকে আনুষ্ঠানিকভাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। উদ্বোধনের সময় ঢাকা থেকে এক সঙ্গে ৫ হাজার কিট দেয়া হয়। পরবর্তী পর্যায়ে আরও ১ হাজার ৯শটি কিট দেয়া হয়।

সূত্রটি আরও জানায়, এসব কিটের মধ্যে কুমেকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রথমে কাজ শিখতেই প্রায় ৮শ কিট নষ্ট করে ফেলেন। যার প্রতিটি কিটের বাজার মূল্য রয়েছে ৪ হাজার টাকা। এরপরই গত ৫ জুন থেকে কুমেকে কিট সংকট দেখা দেয়। কিট সংকটের কারণে ৫ জুন থেকে ৭ জুন ৩ দিন কুমেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ ছিল।

এ সম্পর্কিত আরও খবর