আজ ব্যাংককের এআইটিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ উদ্বোধন

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-23 00:51:39

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মানার্থে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রযুক্তিশিক্ষার খ্যাতনামা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ উদ্বোধন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী দোন প্রামুদ্বিনাই আনুষ্ঠানিকভাবে এ চেয়ারের উদ্বোধন করবেন। বুধবার (১৪ মার্চ) থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায়’ অংশগ্রহণসহ কিছু কর্মসূচিতে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বুধবার ব্যাংককে পৌঁছেছেন। বৃহস্পতিবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ উদ্বোধনের পর দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তার আগে মাহমুদ আলী সাক্ষাৎ করবেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচার সঙ্গে।এরপর অংশ নেবেন এআইটিতে আয়োজিত ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায়’। এই অনুষ্ঠানেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থাই ভাষায় অনূদিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ আলীর এ সফরে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর হবে।

এ সম্পর্কিত আরও খবর