করোনায় মৃত ব্যক্তির জানাজায় এমপি আয়েন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-22 16:59:55

রাজশাহীর মোহনপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মাদরাসা শিক্ষক লুৎফর রহমানের (৫২) জানাজা নামাজ ও দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন।

মঙ্গলবার (৯ জুন) মোহনপুরের বাকশিমইল গ্রামে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে লুৎফর রহমানের মরদেহ দাফন করা হয়।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের বাড়ি মোহনপুরের মহিষকুণ্ডি গ্রামে। এ গ্রামেরই একটি মাদরাসার শিক্ষক ছিলেন লুৎফর রহমান। নিজ গ্রামের মাদরাসা শিক্ষকের মৃত্যুতে দূরে থাকতে পারেননি এমপি আয়েন। ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরে ছুটে যান জানাজায়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক লুৎফর রহমান। পরে হাসপাতালের পক্ষ থেকে মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়। পরে তারা মরদেহ নিয়ে গিয়ে দাফন করে।

জানাজায় অংশ নেওয়ার বিষয়ে এমপি আয়েন উদ্দিন বলেন, স্বাভাবিক সময়ে আমাদের মতো জনপ্রতিনিধিদের তো কত মানুষের জানাযায় অংশ নিতে হয়। তাহলে দেশের ক্রান্তিকালে কেন মানুষের জানাযায় অংশ নিবো না? তাছাড়া শিক্ষক লুৎফর রহমান আমার দীর্ঘদিনের পরিচিত ব্যক্তি। তার মৃত্যুতে আমি দূরে থাকতে পারিনি।

এ সম্পর্কিত আরও খবর