বাজেটে খাদ্য নিরাপত্তা ও সুচিকিৎসায় বিশেষ বরাদ্দের দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 16:49:10

আসন্ন জাতীয় বাজেটে সকলের জন্য খাদ্য নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ। এ জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (৯ জুন) বেলা ২টার দিকে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে কৃষক সংগ্রাম পরিষদ।

সংগঠনের আহবায়ক পলাশ কান্তি নাগের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীরের নিকট এই স্মারকলিপি পেশ করে।

এতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে করোনা মোকাবেলায় জেলা-উপজেলায় আধুনিক ল্যাব-আইসিইউ-ভেন্টিলেটর-সেন্ট্রাল অক্সিজেন সার্ভিসের আয়োজনসহ হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্যসেবা নিয়ে বাণিজ্য বন্ধ, পর্যাপ্ত ঔষধ সরবরাহ ও ডাক্তার-নার্স নিয়োগ, সরকারী উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে নূন্যতম ৭০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয়ের দাবি জানানো হয়।

এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে এই মহামারিতে শ্রমজীবী মানুষদের জন্য নূন্যতম ৩ মাসের খাদ্য সরবরাহ, রেশনের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও মেস ভাড়া মওকুফ, শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান ও ছাঁটাই বন্ধ, জ্বালানী তেল ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর