চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ বস্তা ফেনসিডিল উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 09:44:50

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে ৬ বস্তা ভর্তি ভারতীয় ফেনসিডিলের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুন) ভোরে ১৮৭/১১-এস সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারত থেকে চালানটি দেশে ঢুকছিল।

বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি টহল দল সীমান্তের শূন্য রেখা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ২০-২৫ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় কাঁটাতারের বেড়ার দিক থেকে দেশের অভ্যন্তরে আসছিল।

চোরাকারবারিরা বিজিবির টহল দলের অবস্থান টের পেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘টর্চের আলো’ ফেলে দেশী অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর মাদক কারবারিরা বস্তা ভর্তি ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল তল্লাশি করে তিন বস্তায় ৭৫০ বোতল ফেনসিডিল, ১টি হাসুয়া, তার কাটার যন্ত্র, টেগা এবং বাঁশের মই উদ্ধার করেন বিজিবির সদস্যরা।

পরে সোনা মসজিদ থেকে ডগ অ্যালেক্স ও জ্যাকসহ আরেকটি টহল দলকে পাঠানো হয়। তল্লাশি করে সেখান থেকে আরও তিন বস্তা ফেনসিডিল (১৪৮৪ বোতল) উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর