কালু-বাহাদুর-শান্তকে নিয়ে চিন্তিত ব্যাপারীরা

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-13 21:32:29

বরিশাল: বরিশালে কালু, বাহাদুর ও শান্ত পাগলা নামের গরুগুলো বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যাপারীরা। দীর্ঘ কয়েক বছর ধরে লালন পালন করার বিপরীতে আশানুরূপ দাম না বলায় বিক্রি করতে পারছেন না তারা।

মঙ্গলবার (২১ আগস্ট) নগরীর রূপাতলীর সোনারগাঁও টেক্সটাইলের দক্ষিণ পার্শ্বের গরু ও ছাগলের হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাগেরহাটের মোল্লার হাট থেকে আসা ব্যাপারী উজ্জল তার কালু নামের পাকিস্তানি গরুটির দাম হাঁকিয়েছেন সাড়ে ৭ লাখ টাকা। তবে এখন পর্যন্ত আড়াই লাখ টাকা দাম বলেছে ক্রেতারা। মাত্র একদিন পর কোরবানি। তাই বিক্রয় না হওয়ায় চিন্তিত তিনি।

এদিকে আমতলীর গরু ব্যাপারী সিদ্দিক মোল্লা তার বাহাদুর নামের গরুটির দাম হাঁকিয়েছেন সাড়ে ৬ লাখ টাকা। ক্রেতারা বলেছে সাড়ে ৩ লাখ টাকা।

ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে তিনি আড়াই বছর ধরে পালন করেছেন। আশানুরূপ দাম না বলায় ফিরিয়ে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই তার। বাহাদুরকে সাড়ে ৪ লাখ টাকার নিচে বিক্রয় করবেন না ব্যাপারী সিদ্দিক মোল্লা।

শান্ত পাগলা নামের আরেকটি গরুর দাম চেয়েছেন সাড়ে চার লাখ টাকা। কিন্তু ক্রেতারা দাম বলেছেন ২ লাখ ২০ হাজার টাকা। গরুটির ব্যবসায়ী সাড়ে ৩ লাখের নিচে বিক্রয় করবেন না বলে জানান।

এ সম্পর্কিত আরও খবর