ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ঘণ্টায় মিলবে করোনা পরীক্ষার ফল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-29 20:17:23

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য বেসরকারিভাবে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল। এতে নমুনা দেওয়ার তিন ঘণ্টার মধ্যে শনাক্ত হবে দেহের করোনাভাইরাস।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টা থেকে থেকে জেলা শহরের ঘাটুরা এলাকায় হাসপাতালের পিসিআর ল্যাবটিতে করোনাভাইরাস শনাক্তকরণের কার্যক্রম শুরু হবে।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বার্তা২৪.কম-কে বলেন, ‘পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ। বৃহস্পতিবার সকাল থেকে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষার কাজ শুরু করতে পারব বলে আশা করছি। এতে নমুনা দেওয়ার আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। সরকার নির্ধারিত ফি সাড়ে তিন হাজার টাকায় করোনাভাইরাস পরীক্ষা করা যাবে এখানে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন এই পিসিআর ল্যাব থেকে প্রায় ৫-৬০০ রিপোর্ট দেওয়া যাবে। সরকার যদি পরীক্ষার কিট বিনামূল্যে সরবরাহ করে তাহলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য ফ্রিতে আমরা করোনা পরীক্ষা করব।’

এ সম্পর্কিত আরও খবর