আটকে আছে মৌলভীবাজারের ৬৯৬ নমুনা পরীক্ষার রিপোর্ট

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার | 2023-09-01 16:07:27

গত ছয় দিন যাবত আসছে না মৌলভীবাজার জেলার করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার কোনো রিপোর্ট। ফলে আটকে আছে জেলার ৬৯৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট।

মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কোনো ফলাফল আসেনি।

এ বিষয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন তওহীদ আহমদ বলেন, ‘গত কয়েকদিন থেকে কোনো রিপোর্ট না আসায় বর্তমান পরিস্থিতি সঠিকভাবে বলা যাচ্ছে না। এর মধ্যে পজিটিভ রিপোর্ট থাকতেও পারে। যাদের সেম্পল পাঠানো হয়েছে তাদেরকে বাড়িতে সঙ্গরোধে থাকতে বলা হয়েছে।’

জেলায় এ পর্যন্ত ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলে ৩২ জন, কমলগঞ্জে ২৭ জন, কুলাউড়ায় ২২ জন, জুড়ীতে ১৪ জন, বড়লেখায় ১১ জন, রাজনগরে ২৭ জন, মৌলভীবাজার সদরে ৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৩৪ জন। সদর উপজেলা এবং হাসপাতাল মিলে ৩৯ জন।

জেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩২টি। পজিটিভ রিপোর্ট আসে ১৫২টি ও নেগেটিভ রিপোর্ট আসে ২ হাজার ১৮৪টি।

এ সম্পর্কিত আরও খবর