খুলনায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ২২ মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-18 19:15:55

খুলনায় পথচারী ও দোকানপাটে ক্রেতা-বিক্রেতারা মাস্ক না পরাসহ বি‌ভিন্নভাবে স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে যত্রতত্র যথেচ্ছা ঘোরাঘুরি করার দায়ে ২২টি মামলায় ২২ হাজার ২'শত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্প‌তিবার (১১ জুন) দিনভর জেলা প্রশাসন এসব অভিযান চালায়।

খুলনার দা‌য়িত্বরত এন‌ডি‌সি (‌নেজারত ডেপু‌টি কালেক্টর) জা‌কির হোসেন বার্তা২৪.কমকে বলেন, স্বাস্থ‌্যবি‌ধি লঙ্ঘন করায় খুলনায় মোবাইল কোর্টে ২২ মামলায় ২২ হাজার ২৫০ টাকা জ‌রিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, মো. ইসমাইল হোসেন, তাপসী রাবেয়া, মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল ও মো. রাকিবুল হাসান।

করোনা সংক্রমণ রোধসহ অন্য অপরাধ নিবারণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জা‌নিয়েছে জেলা প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর