খুলনা ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-09-01 20:08:18

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় নতুন করে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্প‌তিবার (১১ জুন) খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৮টি, বাকিগুলো অন‌্য জেলার।

করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটি খুলনার সমন্বয়ক ও খুলনা মে‌ডিকেল কলেজের উপাধ‌্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্প‌তিবার ২৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে খুলনা জেলার ৩৫ জন, মাগুরার ১‌ জন, ঝিনাইদহের ২‌ জন ও সাতক্ষীরার ১‌ জন রয়েছেন।

জানা গেছে, খুলনা জেলায় মোট করোনায় আক্রান্ত ৩০৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ৫০ জন।

খুলনা জেলার মধ্যে শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। এই ল্যাবে খুলনা জেলার বাইরে থেকে আসা নমুনাও পরীক্ষা করা হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক ডা. রাশিদা সুলতানা জানান, সর্বশেষ তথ‌্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী ১০০১ জন। সুস্থ হয়েছেন ৩৬২ জন। মারা গেছেন ১৪ জন।

এ সম্পর্কিত আরও খবর